ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পল্টন ময়দান মাঠ, ঢাকায় ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনুর্ধ্ব ১৭ বালিকা স্কুল রাগবি প্রতিযোগিতা-২০১৯’ এর চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২টি স্কুল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

যেখানে চুড়ান্ত পর্বে সালন্দর উচ্চ বিদ্যালয় ২০-০৫ পয়েন্টে বি বি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরবার্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সভাপতি আব্দুল্লাহ আল জাহির, সাধারন সম্পাদক  মৌসুম আলীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি