ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ঋণ তহবিল  সংগ্রহ করবে  আইডিএলসি ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সামিট টাওয়ার্স লিমিটেড (এস.টি.এল) এর পক্ষে ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (IPFF) হতে দীর্ঘ মেয়াদি উদ্ভাবনী বন্ডের মাধ্যমে ঋণ  তহবিল  সংগ্রহ করবে  আই.ডি.এল.সি. ফিন্যান্স লিমিটেড  এবং  বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড (বি.আই.এফ.এফ.এল.)। যা টেলিকম টাওয়ার শেয়ারিং সেবা প্রদানের জন্য টেলিকম টাওয়ার তৈরিতে বিনিয়োগ করা হবে । 

৩১ জুলাই ২০১৯ তারিখে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামিট টাওয়ার্স লিমিটেডে এমডি ও সিইও মোঃ আরিফ আল ইসলাম, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের আরিফ খান এবং বিআইএফএফএল  সিইও মোহাম্মদ সগীর হোসেন খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি  স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিট কমিউনিকেশনস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান, সামিট টাওয়ার্স লিমিটেডের ডিরেক্টর মিস ফাদিয়াহ খালেদা খান, সামিট টাওয়ার্স লিমিটেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর নাসিম ইমরান আহমেদ এবং আই. ডি.এল.সি. ও  বি.আই.এফ.এফ.এল. এর সিনিয়র ম্যানেজমেন্ট। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি