ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইফাদ অটোস-অশোক লেল্যান্ডের নতুন গাড়ি বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড ও ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি অশোক লেল্যান্ড যৌথভাবে স্বপ্নযাত্রা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে পিকআপ ভ্যান ‘ফিনিক্স’ ও মিনিবাস ‘মিত্র’ নামে নতুন দুটি গাড়ি বাজারে এনেছে। 

সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেলের গাড়ি দুটির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক তাসকিন আহমেদ ও তাসফিন আহমেদ, উপদেষ্টা পারভেজ সাজ্জাদ এবং অশোক লেল্যান্ডের প্রেসিডেন্ট আমানদীপ সিংসহ বিভিন্ন ব্যাংক-বীমা ও শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম বাস উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ডের মিনিবাসে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং ইঞ্জিননিয়ন্ত্রিত এসি সিস্টেম, যা যাত্রীদের প্রাত্যহিক যাতায়াতকে আরামদায়ক, নিরাপদ ও আনন্দময় করবে। অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পোশাক কারখানা থেকে শুরু করে পর্যটনসহ যেকোনো ক্ষেত্রেই মিনিবাসটি একটি আদর্শ বাহন।

ফিনিক্স পিকআপ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি। এই পিকআপ অধিক জ্বালানিসাশ্রয়ী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি