ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পরীক্ষার আগের রাতে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ২৮ অক্টোবর ২০১৯

রাবি শিক্ষার্থী ফিরোজ কবির

রাবি শিক্ষার্থী ফিরোজ কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফিরোজ কবির নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকায় রাজু ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।

প্রাথমিকভাবে অনুসন্ধানে পুলিশ ধারনা করছে, ফিরোজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর খানকা শরীফ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী হলের অন্য শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার তার বিভাগের পরীক্ষা ছিলো। ফিরোজ অনেক সময় ধরে রুম থেকে বের হচ্ছিল না। ডাকা-ডাকির পরেও সাড়া না দিলে বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙ্গে ফিরোজকে উদ্ধার করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া ও ঝুলন্ত অবস্থায় ফিরোজের লাশ পাওয়া যায়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফিরোজের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তার বাসায় খবর দেয়া হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, খবর পেয়ে আমি পুলিশ, ফলিত গণিত বিভাগের সভাপতি ও শিক্ষকদেরকে জানাই। এরপর দুইজন সহকারী প্রক্টরসহ ঘটনাস্থলে যাই। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি