ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিরাট-অনুষ্কার গল্পটা যেন রূপকথার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

অনুষ্কা শর্মা- বিরাট কোহলি দম্পতির কেমিস্ট্রির কথা সোশ্যাল মিডিয়ার কল্যানে কমবেশি সবারই জানা। এবারে সোশ্যাল মিডিয়াতেই আনুষ্কা জানালেন বিরাট কোহলির সাথে তার গল্পটা ঠিক কেমন। 

সম্প্রতি ইনস্টাগ্রাম বিরাট কোহলির একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন অনুষ্কা শর্মা।  

ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'মানুষ সবসময়ই মাঠের  বিরাট কোহলিকে দেখেন। শুধুমাত্র আমিই তাকে প্রতিদিন আলাদা আলাদা ভাবে দেখি। আমি ওর আসল রূপটা জানি।'

অনুষ্কা বিষয়টা খোলাসা করে বলেন, 'প্রতিদিন ও একটা নতুন গল্প তৈরি করে আমার জীবনে। ও নিজের জন্য সঠিক পছন্দ অপছন্দের ভারসাম্য খুঁজে নেয় আমার কাছ থেকে। ও আমাকে হাসাতে পারে এবং দেখভাল করতে পারে।  একেবারে রূপকথার গল্পের মতোই।'

ভক্তরা এই রূপকথার গল্পের রাজা-রাণীকে একসঙ্গে দেখতে কতটা পছন্দ করেন তা তাদের পোস্টের কমেন্টবক্স দেখেই আন্দাজ করা যায়।  

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি