ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

জুহি চাওলার ভুল সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জুহি চাওলা বলিউডের এক সফল অভীনেত্রীর নাম। তিন দশকের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য মাইলফলক। তবে এমন বেশকিছু সিনেমা  আছে, যা অবলীলায় ফিরিয়ে দিয়েছেন জুহি। যা পরবর্তিতে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলো। দেখা যাক সেই সব সিনেমার তালিকা।

দিল তো পাগল হ্যায়: এই সিনেমাতে কারিশমা কাপুর অভিনীত চরিত্রটির জন্য জুহিকে চেয়েছিলেন যশ। কিন্তু সেই সময় পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন জুহি।

রাজা হিন্দুস্তানি: কারিশমা কাপুরের সিনেমার দীর্ঘ তালিকায় জ্বলজ্বল করে এ সিনেমার নাম। আমির খানের বিপরীতে ভাবা হয়েছিল জুহিকে। যেহেতু তার আগেই ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর মতো সফল সিনেমা করেছিলেন এ জুটি। তবে এটিও ফিরিয়ে দিয়েছিলেন জুহি। 

দিল পে মত লে ইয়ার: হনশল মেহতা পরিচালিত এ সিনেমাতে মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জুহি। কিন্তু শেষ মুহূর্তে এ সিনেমা থেকে সরে আসেন তিনি।

বাস্তব: ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা সাড়া ফেলেছিল বলিউডে। সঞ্জয় দত্তের সঙ্গে শিল্পা শিরোদকরের রসায়নও উঠে এসেছিল চর্চায়। কিন্তু শিল্পা নন, সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে জুহি ছিলেন নির্মাতাদের প্রথম বাছাই। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় সিনেমাতে কাজ করেননি জুহি।

কভি হাঁ কভি না : শাহরুখের সঙ্গে একাধিক সফল সিনেমা করেছেন। কিন্তু এ সিনেমাতে প্রিয় বন্ধুর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করেছিলেন জুহি।

নিজের ‘ভুল’ সিদ্ধান্ত নিয়ে আফসোস ছিল জুহির। তবে অতীতের সিদ্ধান্ত নিয়ে এখন আর ভাবতে রাজি নন ‘ইয়েস বস’-এর নায়িকা। নিজের পছন্দ মতো কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সাবেক এই মিস ইন্ডিয়া।

২০১৮ সালে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ সিনেমায় শেষ বার দেখা যায় তাকে।

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এমএম/ এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি