ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন ধরেই টালিউডে আলোচনায় কাঞ্চন মল্লিক-শ্রীময়ী জুটি । শোনা যায় নতুন সম্পর্কে জড়িয়েছিলেন দুজনে। গত  দুর্গা পূজা জুড়েই তারা সঙ্গী হয়েছেন একে অপরের। আর এবার সব আড়াল ঘুচিয়ে কলকাতা পৌর ভোটের সন্ধ্যায়  মঞ্চে উষ্ণতা ছড়ালেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। 

অভিনেত্রীর ইনস্টাগ্রাম বলছে, বর্ধমানের কালনায় দেখা গিয়েছে তাদের।

লাল রঙের শীত পোশাক, খোলা চুল, হাল্কা রূপটান। শ্রীময়ী যথারীতি মোহময়ী। উত্তরপাড়ার বিধায়কের পরনে চামড়ার জ্যাকেট, জিন্স। মঞ্চ সাজানো নীল-সাদা কাপড়ে। অর্থাৎ, শাসক দলের মঞ্চেই এ বার যুগলে জনসমক্ষে। ভাগ করে নেওয়া ঝলক বলছে, দর্শকেরাও তাদের একসঙ্গে দেখে যথেষ্ট উত্তেজিত। 

অনুষ্ঠান শেষে শ্রীময়ী লিখেছেন, ‘আমরা  অর্থাৎ শিল্পীরা বেঁচে থাকি দর্শকদের জন্য। তোমরা ভালোবেসে আমাদের আপন করে নাও বলেই শীত-গ্রীষ্ম-বর্ষায় আমরা পরিশ্রম করি।’

তখনও শ্রীময়ী-কাঞ্চন-পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ত্রিকোণ তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। সেই সময়েও এই যুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল মায়াপুরে। আনন্দবাজার অনলাইনকে সে সময়ে কাঞ্চন জানিয়েছিলেন, কাজের খাতিরেই একসঙ্গে মায়াপুরে গিয়েছিলেন তারা। 

বিধায়কের স্ত্রী পিঙ্কি যদিও পাল্টা জবাবে অভিযোগ করেছিলেন, অতিমারির সময়ে সব বন্ধ। আর তারা মঞ্চানুষ্ঠান করছেন! তার দাবি, এ ভাবে নাকি তারা আগেও অনেক জায়গাতেই গিয়েছেন।তখনও কাঞ্চন বলেছেন, অনুষ্ঠান করতে গিয়েছিলেন।

এ বার প্রকাশ্যে এসে, ঝলক ভাগ করে নিয়ে কি নতুন বছরে নতুন বার্তা দিতে চলেছেন এই যুগল?
এবিষয়ে তারা মুখ না খুললেও, কথা বলেছেন পিঙ্কি। 

তিনি জানিয়েছেন, ‘‘আমার মা-বাবা, ভাই-ছেলেকে নিয়ে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছি। জানি, ঝড় উঠবে। বারেবারে অতীত সামনে এসে দাঁড়াবে। আমি ভেঙে পড়ব না।’’ 

তবে এখনও এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে কিচ্ছু বলতে রাজি নন তিনি। জানিয়েছেন, সময় এলে সবাই সব কিছু জানতে পারবেন। আপাতত চতুর্থ শ্রেণিতে উঠতে চলা একমাত্র ছেলেকে আঁকড়ে লড়াই চালাচ্ছেন পিঙ্কি। 

উচ্ছ্বসিত গলায় জানিয়েছেন, ‘‘২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘টনিক’। এই ছবিতে আমার চরিত্রের নাম ‘ফুলটুসি’। ছবির মুখ্য অভিনেতা পরাণদার বাড়ির পরিচারিকার চরিত্র। আমার বিপরীতে দেখা যাবে বিশ্বনাথ বসুকে।’’ 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন 
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি