ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

কোহলির সমালোচনা করে তোপের মুখে শোয়েব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি আপ্রাণ চেষ্টা করেছিলেন যেন তাদের মেয়ে বামিকার ছবি প্রকাশ্যে না আসে। শেষ পর্যন্ত বামিকার ছবি নেটদুনিয়ায় ভাইরাল। এর পরেই পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতারের মন্তব্য, বিয়ে করে বিপথে কোহলি।

‘রাওয়ালাপিণ্ডি এক্সপ্রেস' এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, বিরাট কোহলির উচিত হয়নি বিয়ে করা। ঘুরিয়ে অনুশকার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শোয়েব, যেন বিরাটের তুলনামূলক খারাপ ফর্মের জন্য দায়ী তার স্ত্রী।

বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব বলেন, বিয়ে না করে অন্তত ১০-১২ বছর খেলায় মন দেওয়া উচিত ছিল বিরাটের।

তার ভাষ্য, ‘‘আমি ওর জায়গায় থাকলে বিয়েও করতাম না। আমি শুধু রান করতাম এবং ক্রিকেটটা উপভোগ করতাম। এই ১০-১২ বছরের ক্রিকেট খেলাটা একটা আলাদা সময়। এটা আর ফেরৎ আসে না। আমি বলছি না বিয়ে করা ভুল। কিন্তু ও ভারতের হয়ে ভালো খেলছিল, সেটা আরও একটু উপভোগ করতে পারত। ভক্তরা কোহলির জন্য পাগল এবং গত ২০ বছর ধরে ও যে ভালোবাসা পাচ্ছে, সেটা এখনও ওকে বজায় রাখতে হবে।’’

শোয়েব আরও যোগ করেন, ‘‘ক্রিকেটারদের ক্যারিয়ার ১৪-১৫ বছর স্থায়ী হয়। যেখানে পাঁচ-ছয় বছর শীর্ষে থাকে কোনও ক্রিকেটার। বিরাট সেই বছরগুলো কাটিয়ে এসেছে। এখন ওকে সংগ্রাম করতে হচ্ছে।’’

তবে শোয়েব আখতারের এই মন্তব্য একেবারেই ভালো চোখে মেনে নিচ্ছেন না আনুশকা ভক্তরা।

সাবেব পাকিস্তানি ফাস্ট বোলারের এই মন্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘লজ্জাজনক' আখ্যা দিয়েছে টুইটার। কেউ কেউ তো পাক তারকাকে ‘নারীবিদ্বেষী’ বলেও কটাক্ষ করেছেন। 

একজন লেখেন, ‘‘মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকবার ব্যর্থ চেষ্টা করছে আখতার।’’ 

অপর একজন লিখেছেন, ‘‘বিরাটের ব্যক্তিগত জীবনে নাক না গলিয়ে ওনার উচিত পাকিস্তানের আম জনতাকে নিয়ে চিন্তা করা, কিংবা পাক ক্রিকেটের বেহাল দশার কথা ভাবা।’’

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি