ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সেন্ট মার্টিনে সানি লিওনের রিসোর্ট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ২২ মার্চ ২০২২ | আপডেট: ১৯:০৫, ২২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কয়েকদিন আগেই বাংলাদেশ ঘুরে গেলেন বলিউড নায়িকা সানি লিওন। ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই নায়িকাকে এবার দেখা গেলো অপার সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে! সেখানে একটি রেষ্টুরেন্টের নামকরণ করা হয়েছে তার নামে।

যেটির নাম ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’। সেন্ট মার্টিন গেলে চোখে পড়বে বলিউড তারকার নামের এই রিসোর্ট। খুব উন্নতমানের বা বিলাসবহুল না হলেও নামের কারণে রিসোর্টটি কৌতূহল জাগাচ্ছে পর্যটক সহ সবার মনে।

জানা যায়, পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করতেই এই নামে রিসোর্টটির নামকরণ করা হয়েছে। 

টেকনাফ থেকে জাহাজে করে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌছানের পর অটোরিকশা কিংবা ভ্যানে করে জলপরি রোড ধরে কিছু দূর গেলেই চোখে পড়বে এই সানি লিওন বিচ ক্যাফে রিসোর্টের। 

রিসোর্টটির ম্যানেজার হিসেবে আছেন মহিউদ্দীন নামের একজন। গণমাধ্যমের প্রশ্নে এই নামে রিসোর্ট হওয়ার তেমন কোনো উত্তর দিতে পারেন নি তিনি। 

তিনি বলেন, ‘‘এই নামের কারণে পর্যটকদের বাড়তি আগ্রহের জায়গায় আছে রিসোর্টটি।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি