ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

এপ্রিলেই কী এক হচ্ছেন দেব-রুক্মিণী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের খবরে চারিদিক যেন উত্তাল। বলিউড মেতে আছে বিয়ের সোরগোল নিয়ে। তাহালে টালিউড পিছিয়ে থাকবে কেনো! তাই টালিউডে সোরগোল ফেলার মত খবর দিলেন দেব ও রুক্মিণী। টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র নাকি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

আর এটা গুঞ্জন নয়। খোদ দেব নিজেই নিজের বিয়ের দিনটি সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছেন। এর মধ্য দিয়ে অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন সাংসদ, তারকা দেব। 

যখন থেকে রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে, তখন থেকেই সকলেরই একটা প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়বেন তারা? এবার বিভিন্ন সংবাদমাধ্যমের জোরাজুরির মুখে পড়ে, বিয়ের তারিখও ঘোষণা করলেন দেব।

২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের 'কিশমিশ'। ছবিতে নায়ক-নায়িকার ভূমিকাতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে। ছবির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে হাজির হয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সেখানেই সকলের প্রশ্নের উত্তরে দেব বলে ওঠেন, '২৯ এপ্রিলেই রুক্মিণীকে বিয়ে করছি!'

ছবিতে দেব-রুক্মিণীর বিয়ের একটি দৃশ্য সম্ভবত রয়েছে। সেই বিয়ের কথাই কি দেবের মুখে শোনা গেল নাকি সত্যি সত্যিই ছবি মুক্তির দিনেই গাঁটছড়া বাঁধছেন তারা? বাড়ছে ভক্তদের কৌতূহল।

সূত্রঃ আজকাল

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি