ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নবদম্পতি চঞ্চল-শাওন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নবদম্পতি চঞ্চল-শাওন, শুনে প্রায় প্রত্যেকেই অবাক হয়েছেন। অবাক হলেও নবদম্পতির ভূমিকায় তারা। তবে ব্যক্তিগত জীবনে নয়, ঈদের বিশেষ ইত্যাদির এক পর্বের চাহিদা অনুযায়ী দেখা মিলবে চঞ্চল-শাওন-কে এই ভূমিকায়।

ঈদের বিশেষ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। করোনাকালে ক্ষণে ক্ষণেই মানুষের মানসিক চাপ বেড়েছিল এবং তা স্বভাবেও যথেষ্ট প্রভাব ফেলেছিল। আর সেই বিষয়টিই এবারের ঈদের বিশেষ ইত্যাদির একটি পর্বে তুলে ধরেছেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। 

এক দম্পতির ভূমিকায় সুরে সুরে অভিনয়ের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন তারা। 

জানা যায় , এই পর্বটিতে শাওন ও চঞ্চল দুজনে মিলে দম্পতি হয়ে সুরে সুরে অভিনয়ের মাধ্যমে অনেকগুলো সমসাময়িক সচেতনতামূলক বিষয় তুলে ধরবেন।

এর আগেও একসাথে জুটি বেধে গান গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো এই তারকা জুটি। তাদের জুটিকে সংগীত প্রেমিরা খুব ভালোভাবেই গ্রহণ করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় এবার তারা হয়েছেন নবদম্পতি।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকছেন যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি