ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

পাচার মামলায় ফেঁসে যাচ্ছেন অ্যাম্বার হার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন ধরেই সমালোচনা-আলোচনায় ভাসছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এরমধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলায় ফেঁসে গেছেন তিনি।

খবর অনুযায়ী, অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে।

যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, পানি ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার।

সম্প্রতি সাবেক স্বামী ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে যখন হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী, এমন সময় তার জন্য এলো আরো বড় দুঃসংবাদ।

সূত্র- হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি