ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নিহত প্রেসিডেন্টের স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৮ জুলাই ২০২১

নিরাপত্তা এজেন্টদের তত্ত্বাবধানে মার্টিনে

নিরাপত্তা এজেন্টদের তত্ত্বাবধানে মার্টিনে

চিকিৎসা শেষে নিজ দেশ হাইতিতে ফিরেছেন দেশটির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিনে মইসি। গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে চিকিৎসা নেয়ার পর স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) দেশে ফিরেন তিনি।

হাইতির পোর্ট-অব-প্রিন্স বিমানবন্দরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নামেন মার্টিনে। তাকে স্বাগত জানান দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। এ সময়ে নিরাপত্তা এজেন্টরা তাকে ঘিরে ছিল।

গত ৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির (৫৩) বাড়িতে অস্ত্রধারীরা হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ সময় তার স্ত্রী মার্টিনেও গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে ফ্লোরিডার মিয়ামিতে নেওয়া হয়। সেখানে ১০ দিন ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

এদিকে আগামী ২৩ জুলাই প্রয়াত প্রেসিডেন্ট জোভেনেল মইসির অন্ত্যেষ্টিক্রিয়া হাইতির উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্যাপ হাইতিনে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মার্টিনে।

মার্টিনের দেশে ফেরার একদিন আগে অন্তর্বতী প্রধানমন্ত্রী জোসেফ প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার করেছেন। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এদের অধিকাংশই ভাড়াটে খুনি বলে জানা গেছে। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি