ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

উড্ডয়নের সময় খুঁটির সঙ্গে উড়োজাহাজের ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২৮ মার্চ ২০২২ | আপডেট: ১৮:১৩, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ভারতের দিল্লি এয়ারপোর্টে উড্ডয়নের সময় রানওয়ের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেলো স্পাইসজেট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়।

উড়োজাহাজের ধাক্কায় খুঁটি একদিকে কাত হয়ে পড়েছে। অপরদিকে উড়োজাহাজের পাখাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৮ মার্চ) সকালে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি প্যাসেঞ্জার টার্মিনাল থেকে রানওয়ের দিকে যাওয়ার সময়ই খুঁটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

উড়োজাহাজটি জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করেছিল। কিন্তু উড্ডয়নের আগেই খুঁটির সঙ্গে এর ডান পাশের পাখার ধাক্কা লাগে।

সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুর্ঘটনার পর ওই প্লেনের যাত্রীদের অন্য প্লেনে করে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি