ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শিলিগুড়ি থেকেই এখন মিলবে বাংলাদেশের ভিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গের জনসাধারণকে বাংলাদেশে আসার জন্য ভিসা নিতে হতো কলকাতা থেকে। তবে এখন আর পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে কলকাতায় ছুটে আসার দরকার নেই। গত বুধবার (৬ এপ্রিল) থেকেই শিলিগুড়িতে চালু হয়েছে ভিসার আবেদন গ্রহণ কেন্দ্র।

এর ফলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের লোকজনের বাংলাদেশ আসা আরও সহজ হলো। বাংলাদেশ যেতে হলে এতদিন ভিসার জন্য সমস্যায় পড়তে হত ওই অঞ্চলের মানুষকে। এজন্য কলকাতা, গৌহাটি কিংবা অন্যত্র গিয়ে ভিসার আবেদন করতে হতো তাদের। 

শিলিগুড়ির সেবক রোডে ভিসার আবেদন কেন্দ্র খোলা হয়েছে। সেখান থেকেই মিলবে বাংলাদেশের ভিসা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সোনালী ব্যাংকের কলকাতা শাখার সিইও রওশন জাহান।

তিনি বলেন, “ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ বাংলাদেশের সঙ্গে নানা ব্যবসায় যুক্ত। সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন শতাধিক মানুষ ওই এলাকা থেকে কলকাতায় ভিসা করাতে যায়। তাই শিলিগুড়িতেই ভিসার কেন্দ্র খোলা হলো।” 

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি