ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হাভানার হোটেলে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৮ মে ২০২২ | আপডেট: ০৮:৫৪, ৯ মে ২০২২

বিস্ফোরণের পর সারাগোটা হোটেলের দৃশ্য

বিস্ফোরণের পর সারাগোটা হোটেলের দৃশ্য

কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। তবে এখনও ১৯ জন নিখোঁজ রয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী হাভানার সারাগোটা হোটেলে বিস্ফোরণ ঘটার পর ৮০ জন আহত হয়েছে। যার মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০ জন এবং উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় মিডিয়া অনুসারে, মৃতের সংখ্যা ৩২ জনে এসে ঠেকেছে। এখনও নিখোঁজ রয়েছে ১৯ জন। হোটেলে সংস্কার কাজের অংশ হিসাবে গ্যাস প্রবাহ পুনঃরায় চালু হলে এই বিস্ফোরণ ঘটে।

এর আগে শনিবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়।

১৮৮০ সালে নির্মিত এবং ১৯৯৩ সাল থেকে পরিচালিত রাজধানীর পাঁচ তারকা সারাগোটা হোটেলটি কোভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর ধরে বন্ধ ছিল এবং হোটেলটি চলতি বছরের ১০ মে পুনঃরায় চালু করার জন্য প্রস্তুতি চলছিল। 

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি