ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

পদত্যাগে বাধ্য হলেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ফের হয়ে উঠেছে অগ্নিগর্ভ। আর যার উত্তাপ ছড়ালো প্রেসিডেন্টে ভবন থেকে প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত। এরই ধারাবাহিকতায় হার মানলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। 

গণবিক্ষভের মাঝে শনিবার (৯ জুলাই) সেখান থেকে সরানো হয় প্রেসিডেন্টকে। কিন্তু তিনি সেখান থেকে কোথায় গেছেন তা জানা যায়নি। 

দিনভর উত্তেজনা, রাজধানী কলম্বোর পথে পথে বিক্ষোভ আর পুলিশের সঙ্গে জনতার সংঘাতের পর রাতে ঘোষণা দিয়ে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন গোটাবায়া রাজাপাকশে। তিনি বলেছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন।

এদিকে, ‘দেশের স্বার্থে, সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে’ পদত্যাগে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। 

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেইওয়ারদেনা বলেছেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন,“তাই আমি দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আপনারা শান্তি বজায় রাখুন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন।”

নজিরবিহীন এ গণ-অসন্তোষ থামাতে জলকামানের পানি আর বন্দুকের গুলি- দুটোই ব্যবহার করেছে পুলিশ; কিন্তু বিক্ষোভকারীদের দমাতে পারেনি।

দুপুরেই চড়াও হয়েছিল জনতা, পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। হাজারো জনতা যখন তার বাসভবনে ঢুকে পড়ল স্রোতের মত, ঠেকানোর কোনো উপায়ও ছিল না। প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর বিক্ষোভকারীরা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে। 

রাজপথে স্লোগান ওঠে—‘আমরা বলছি এখনই যাও’। একপর্যায়ে জ্বলে ওঠে আগুন।

সূত্রঃ এনডিটিভি
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি