ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

৫ দেশের ইউক্রনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শীর্ষ পাঁচ বিদেশি রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন। 

শনিবার (৯ জুলাই) জেলেনস্কি একটি ডিক্রি জারি করে এই বরখাস্ত আদেশ প্রকাশ করে। এই পদক্ষেপের কোনো কারণ না দেওয়া সেই ডিক্রিতে তিনি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার ঘোষণা দেন। 

রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব দেওয়া হবে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। 

২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা করলে যুদ্ধ শুরু হয়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা পেতে কূটনৈতিকদের কাজ করতে আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

জার্মানির সাথে কিয়েভের সম্পর্ক, যা রাশিয়ার শক্তি সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতি, একটি বিশেষ সংবেদনশীল বিষয়।

জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। এদিকে, দেশটি রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

ইউরোপের অন্য দেশের মতো সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনও কিছুটা শীতল।

অন্যদিকে, ভারত হলো রাশিয়ার মিত্র দেশ। যুদ্ধ শুরুর পর ইউক্রেন যেভাবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছিল, পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও নয়াদিল্লির কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি কিয়েভ।

সূত্রঃ এনডিটিভি
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি