ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীদের গুলিতে ১৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১০ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৫১, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে দক্ষিণ সোয়েটো শহরের একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। যেখানে একদল বন্দুকধারী অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং বারে থাকা লোকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আর হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

পুলিশ আরও বলছে, গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে একটি মিনিবাসযোগে পালিয়ে যায় হামলাকারীরা। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। কিন্তু বন্দুকধারীরা উচ্চ ক্যালিবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা গণমাধ্যমকে বলেছেন, “গুলিটি নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

যদিও দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে।
সূত্র: বিবিসি
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি