ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

নেপাল সফরে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা লিউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

চারদিনের সফরে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পররাষ্ট্র বিভাগের প্রধান লিউ ইয়ানচাও।

রোববার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

সফরে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লিউ।   

সিপিসির পররাষ্ট্র বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার এটাই লিউয়ের প্রথম নেপাল সফর। 

নেপাল সফরে লিউ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খড়কা, সিপিএন (ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা ওলি এবং সিপিএন (মাও সেন্টার) চেয়ারম্যান পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’ এর সঙ্গে বৈঠক করবেন। 

এর আগে গত এপ্রিলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি নেপাল করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রণারয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি নেপালের ক্ষমতাসীন দল ছাড়াও মাও সেন্টার ও সিপিএন (ইউএমএল) এর সাথে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়েছিলেন।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি