ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

আবারো কি পণ্য বিনিময় ব্যবস্থায় হাঁটছে বিশ্ব!

আজহারুল ইসলাম

প্রকাশিত : ২১:০৮, ১৭ জুলাই ২০২২ | আপডেট: ২২:০৯, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

আবারো কি বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় ব্যবস্থায় হাঁটছে বিশ্ব! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে বেশ কিছু নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। বেড়েছে গ্যাস ও জ্বালানি তেলের দাম। এ অবস্থায়, জার্মানিতে সূর্যমুখী তেলের বদলে মিলছে বিয়ার। দেশটিতে জনপ্রিয় হয়ে উঠছে পণ্যের বিনিময়ে পণ্যের পুরোনো রীতি।   

একসময় মানুষ তার প্রয়োজনীয় পণ্য-সামগ্রী নিজেরাই উৎপাদন ও ভোগ করতো। সভ্যতার বিকাশে, মানুষের প্রয়োজনীয় সকল পণ্য-দ্রব্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে। শুরু হয় হয় বিনিময় প্রথা।

ইউক্রেনে রুশ অভিযানের পর, জার্মানিতে পণ্য কেনাকাটার সে ব্যবস্থাই যেন আবারও ফিরে এসেছে। তেলের বিনিময়ে বিয়ার দেয়ার উদ্যোগ নিয়েছে মিউনিখ শহরের একটি পাব।

এক ক্রেতা জানান, তিনি ৮০ লিটার সূর্যমুখী তেলের বিনিময়ে ৮০ লিটার বিয়ার পেয়েছেন। দোকানটিতে এখন পর্যন্ত চারশ লিটার তেল ও বিয়ার অদলবদল হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। 

সংবাদমাধ্যমগুলো বলছে, জার্মানির অনেক বিক্রেতাই এখন পণ্য বিনিময় ব্যবস্থার পথে হাঁটছেন। জার্মানিতে এরই মধ্যে দেখা দিয়েছে তেল, চাল, ময়দাসহ নানা পণ্যের সংকট। দেশটিতে সূর্যমুখী তেলের দাম আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। 

টাকা ছাড়া পণ্যের বিনিময়কে বার্টার ট্রেড বা পণ্য বিনিময় বলে। পণ্য বিনিময়ের কারণে উৎপাদক সহজেই তার উৎপাদন চালিয়ে যেতে সক্ষম হন। 

গত বছর ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বেশ কিছু নিত্যপণ্যের ঘাটতি দেখা দেয়। এবারের যুদ্ধকালীন পরিস্থিতিতে, জরুরি খাদ্যপণ্যের ঘাটতি আরও শোচনীয় হয়ে উঠেছে। ক্রমবর্ধমান গ্যাস, তেল, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও সংকটে আবারো পণ্যের বিনিময়ে পণ্য ব্যবস্থা চালু হয় কিনা, তা-ই এখন দেখার বিষয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি