ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

সেতু থেকে নর্মদায় পড়ল বাস, নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৪৫, ১৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে আহত ১৫ জনকে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এখনও নিখোঁজ অনেক বাসযাত্রী।

জানা যায়, সোমবার মহারাষ্ট্রের ইন্দোর থেকে রওনা হয়ে পুনের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। মাঝে মধ্যপ্রদেশের খালঘাট এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে প্রায় একশ ফুট নিচে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। মনে করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল প্রায় ৫০ জন। অতিবৃষ্টির জেরে নদীতেও পানির স্রোত এবং উচ্চতা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। যার ফলে নদীতে সম্পূর্ণভাবে ডুবে যায় বাসটি। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতোমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হবে বলে জানিয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার খবরে গভীর প্রকাশ করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি