ইকুয়েডরে কারাগারে দাঙ্গা: ১৩ বন্দী নিহত, আহত ২
প্রকাশিত : ১১:১৩, ১৯ জুলাই ২০২২

ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী লড়াইয়ে ১৩ জন বন্দী নিহত এবং দুজন আহত হয়েছেন।
সোমবার (১৮ জুলাই) ঘটনাটি কুইটো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সান্তো ডোমিঙ্গো দে লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ঘটে।
কারাগারের কর্মকর্তারা জানান, সামরিক ও পুলিশের সহায়তায়, কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। এর আগে ঘটনাটিকে তারা ‘বিরোধ’ বলে অভিহিত করেছিল।
গণমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের সহিংসতার জন্য এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে গ্যাংদের মধ্যে লড়াইকে দায়ী করেছে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসোর রক্ষণশীল সরকার।
এদিকে, গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির প্রাণহানি হয়।
সূত্র: নিউজ১৮
আরএমএ/ এসএ/
আরও পড়ুন