ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে রাজা হিসেবে ঘোষণা করা হয়। পরে রাজা হিসেবে শপথ নেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে রাজা হন তার বড় ছেলে চার্লস। এতদিন তিনি প্রিন্স চার্লস হিসেবে পরিচিত ছিলেন। এখন তার পরিচয় হবে কিং চার্লস থ্রি বা রাজা তৃতীয় চার্লস।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন সপরিবারে বালমোরাল প্রাসাদে গিয়েছিলেন রাজা চার্লস।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনে ফিরে আসেন চার্লস। স্থানীয় সময় দুপুর ২টার দিকে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ‘কুইন কনসর্ট’ ক্যামিলা পার্কার।

একটু পর রাজা হিসেবে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) রাজা হিসেবে প্রথম ভাষণ দেন তিনি।

ভাষণে রাজা চার্লস বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে কথা বলছেন তিনি এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন, সেই একই অঙ্গীকার তিনি নতুন করে করতে চান। আরও বলেন, তিনি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার (১০ সেপ্টেম্বর) সেন্ট জেমস প্যালেসে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়। এরপর রাজা হিসেবে শপথ নেন তিনি। পুরো অনুষ্ঠানটি প্রথমবারের জন্য টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

মূলত প্রিভি কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে অ্যাকসেশন কাউন্সিল গঠিত হয়। রাজপরিবারের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রী ও সিনিয়র রাজনীতিকবৃন্দ ও ক্যান্টাবেরির আর্চবিশপ এ কাউন্সিলের সদস্য।

রীতি অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে রাজা বা রানির নাম ঘোষণা থেকে শুরু করে সিংহাসন আরোহণ ও শপথ অনুষ্ঠান সম্পাদন করে এ কাউন্সিল।

বিবিসির প্রতিবেদন মতে, রাজার সিংহাসন আরোহণ ও শপথ অনুষ্ঠানে অংশ নেন বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এ ছাড়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার অনুষ্ঠানে অংশ নেন।

এদিন রাজা চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানের সাক্ষী হতে সেন্ট জেমস প্যালেসের সামনে জড়ো হয় বহু মানুষ। প্রাসাদের বাহিরেও ছিল হাজার হাজার মানুষের ভিড়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি