ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহতের পাশাপাশি আরও ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে তথ্যটি জানায়  বার্তাসংস্থা এএফপি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে চীনের পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের গ্রামীণ এলাকায় একটি মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪৭ জন আরোহী ছিলেন। চলার একপর্যায়ে বাসটি এক পাশে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাকি ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 
দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। এর বেশি আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের কিয়ান্নান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি মূলত দরিদ্র, প্রত্যন্ত এবং গুইঝোউয়ের পাহাড়ী অংশ। এই এলাকায় বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বাস রয়েছে।

আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি