ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

তৃতীয়বারের মত পিতা হচ্ছেন জাকারবার্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পৃথিবীজুড়ে আলোড়িত নাম মার্ক জাকারবার্গ। কারণ তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। এই সেই বিখ্যাত সৃষ্টির জনক তৃতীয়বারের মত পিতা হতে চলেছেন। জানা গেছে, মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান দম্পতির ঘরে আলো করে আসছে নতুন অতিথি।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ সুখবর জানান জাকারবার্গ নিজেই। আগামী বছর তাদের ঘরে আসছে এক কন্যা সন্তান।

স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।

জানা গেছে, মার্ক জাকারবার্গের বর্তমান স্ত্রীর নাম প্রিসিলা। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। এই সুখবরে কমেন্টে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।
সূত্র- এনডিটিভি
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি