ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

সেনাবাহিনীতে যোগ দেবেন না তাই দেশ ছাড়ছেন রাশিয়ানরা

প্রকাশিত : ১০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১০:২০, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর থেকে রাশিয়ার নাগরিকরা দেশ ছাড়তে শুরু করেছেন। রাশিয়া ছাড়তে অনেকে জর্জিয়া সীমান্তে জড়ো হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া সীমান্তে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ি জমেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তে গাড়ির জটলা প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের আরেকটি দল জানিয়েছে, জর্জিয়া সীমান্ত পাড়ি দিতে তাদের প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জর্জিয়া সীমান্ত দিয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ দেশ ছেড়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ লোকজনের দেশ ছেড়ে পালানোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ নাগরিক বিবিসিকে বলেন, তিনি পাসপোর্ট সঙ্গে নিয়ে সীমান্তের দিকে রওনা দিয়েছেন। সঙ্গে তিনি কিছু নেননি।

গত বুধবার ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ওই ব্যক্তি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি এমন একটি দলের মধ্যে পড়েছিলেন যাদের যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হতে পারে।

এদিকে পুতিনের ঘোষণার পর এ সিদ্ধান্তের বিরোধিতায় রাশিয়ায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে এক হাজারের বেশি রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভের সময় মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ শহর থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি