ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় নির্বাচন, জরিপে এগিয়ে ইব্রাহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:১৫, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকালে থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। খবর দ্য স্টার

চলমান রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে দেশে স্থিতিশীলতা ফিরবে, নির্বাচন ঘিরে এমন প্রত্যাশা ভোটারদের। এদিকে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে পূর্বাভাস মিলেছে। গণমাধ্যম জরিপে এগিয়ে রয়েছেন পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম।  

এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদও।

ভোটে সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জয়ের আভাস দিচ্ছে জরিপ সংস্থা মেরডেকা। তাদের দাবি আনোয়ারের দল পাকাতান হারাপান জোট পেতে পারে ৩৩ শতাংশের বেশি ভোট। আর মুহিউদ্দীনের পেরিকাতান ২০ শতাংশ ও ইসমাইল সাবরি ইয়াকুবের জোট বারিসান ন্যাশনাল পাবে ১৭ শতাংশ ভোটারের সমর্থন। আর মাত্র দুই শতাংশ ভোট পেতে পারেন মাহাথির মোহাম্মদের গেরাকান তানাহ এয়ার।

বেকারত্ব দূর করার পাশাপাশি, অর্থনীতি পুনরুদ্ধার, জাতিগত বিভেদের অবসান করে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা আনোয়ারের নির্বাচনী অঙ্গীকার। তবে জোরেশোরে প্রচারণা চালালেও অন্য পক্ষগুলো তার বিরুদ্ধে জোট গড়লে হারতে পারেন তিনি।

ফেডারেল সংসদের ২২২টি আসনের জন্য জনপ্রতিনিধি বেছে নেবে মালয়েশিয়ার জনগণ। সরকার গঠনে নির্দিষ্ট দল বা জোটকে পেতে হবে ১১২টি আসন। এবার ভোটার হওয়ার বয়সসীমা ২১ থেকে ১৮ বছর করায় মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, দুই কোটি ২১ লাখে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি