ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইতালি উপকূলে ১৩শ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১১ মার্চ ২০২৩ | আপডেট: ০৮:৪২, ১১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ইতালি উপকূলে ঝুঁকির মুখে পড়া প্রায় ১৩শ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। অবৈধ পথে ইউরোপগামী ৩টি জাহাজের যাত্রীদের সহায়তায় বেশ কয়েকটি অভিযান পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিবৃতিতে জানানো হয়, একটি জাহাজে ৫শ এবং অপর দুটিতে প্রায় ৮শ আরেহী রয়েছে। জাহাজগুলোতে অতিরিক্ত যাত্রী থাকায় এই উদ্ধার অভিযানকে জটিল বলছে সাহায্যকারী দলগুলো।

এ অবস্থায় নৌ বাহিনীর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে কেস্টগার্ড । এর আগে ২৬ ফেরুয়ারি একই অঞ্চলে একটি জাহাজ ডুবির ঘটনায় অন্তত ৭৩ জন নিহত হয়।

ইতালিতে গত বছরের তুলনায় তিন গুণ বেড়েছে অবৈধ অভিবাসীপ্রত্যাশীদের সংখ্যা। বুধবার থেকে এপর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ অবৈধভাবে ইতালিতে পৌছেছে। যার মধ্যে শুধু বৃহস্পতিবার ৪১টি ছোট নৌকায় প্রবেশ করে ১৮৬৯ জন।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি