ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

আতিউর রহমানের ‘ভাষার লড়াই, বাঁচার লড়াই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৫ মার্চ ২০২৩

বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, নন্দিত প্রাবন্ধিক, সৃজনশীল লেখক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বহু গ্রন্থের প্রণেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত ড. আতিউর রহমান স্যারের নতুন গ্রন্থ ‘ভাষার লড়াই, বাঁচার লড়াই’  গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। 

এই উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি অপরাহ্নে ঢাকার বাংলা মটরস্থ 'উন্নয়ন সমন্বয়' প্রতিষ্ঠানের খোন্দকার ইব্রাহিম খালেদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবেদ খান, বিচারপতি ফজলে কবীর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, 'সহযোদ্ধা একাত্তর' এর সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, প্রফেসর ইন্জিনিয়ার মমতাজ উদ্দিন ভূঁইয়া, বিশ্বসাহিত্য ভবনের প্রকাশক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিগণ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয় এর নির্বাহী আবদুল্লাহ নাদভী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন 'সহযোদ্ধা একাত্তর' এর নির্বাহী শাহরিয়ার মাহমুদ প্রিন্স।

পাঠ উন্মোচিত ও প্রকাশিত গ্রন্থটি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন এতদ্বিষয়ে বক্তব্য রাখেন আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় ড. আতিউর রহমান স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মনিরুজ্জামান।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি