ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী (বাসস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হাসান সোহেল (ইনকিলাব)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে এক বছর মেয়াদি এই কমিটির ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে সহ-সভাপতি দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন  বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ ও আলী ইব্রাহিম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি