ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কড়া নড়ছে ১৪২৯ বঙ্গাব্দ, চলছে জোর প্রস্তুতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নতুন পত্র, পল্লবে অপরূপ সাজে সেজেছে, চারদিকের প্রকৃতি। দুয়ারে কড়া নড়ছে বাংলা নতুন বর্ষ। বরণে, রমনা বটমূলের মঞ্চ সাজাতে তোড়জোড়। দম ফেলারও যেন অবসর নেই।

বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ বরণে ছায়ানট ও চারুকলা অনুষদের জোর প্রস্তুতি চলছে। রমনা বটমূলে মঞ্চ সাজানো, চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমেই। আর ছায়ানটেও সমানে চলছে অনুশীলন। শেষ মুহূর্তে কণ্ঠ ঝালিয়ে নিতে তৎপর শিল্পী ও যন্ত্র কলাকুশলীরা। 

রমনা বটমূলে বাংলা বর্ষবরণ, অসাম্প্রদায়িক মিলনমেলা। এবারও আয়োজনে চমক রাখার কথা বলেন আয়োজকরা।

থেমে নেই, চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও। টেপাপুতুল, ঘোড়া, পাখি ও মাছের প্রতিকৃতি তৈরীতে ব্যস্ত সময় পার করছেন নবীন শিল্পীরা। অন্যান্যবারের তুলনায় সময় মিলেছে কম; তবুও যেন একটুও ছাড় নয় শিল্পমানে। 

আয়োজনে এবারে নেতৃত্ব দিচ্ছেন চারুকলার ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। খরচের বড় অংশের যোগান দিতে সপ্তাব্যাপী আর্ট ক্যাম্পে বাঘ, পেঁচা, রাজা-রানীসহ নানান মুখোশ তৈরী ও বিক্রি চলছে। 

বারো মাসে তেরো পার্বণের এই বাংলাদেশে বর্ষবরণ-ই প্রধান সাংস্কৃতিক উৎসব- দেশজুড়ে আয়োজনটাও বর্ণিল উৎসবমুখরভাবেই হওয়া উচিৎ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
 
মেট্রোরেলের নির্মাণ কাজ চলায় এবার মঙ্গল শোভাযাত্রা রাজু ভাস্কর্য থেকে উপাচার্য বাসভবনের সামনে স্মৃতি চিরন্তণ অংশে প্রদক্ষিণ করবে বলেই জানা গেছে।

ভিডিওতে দেখুন-

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি