ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নিয়মিত সব ফরম্যাটে খেলার আশ্বাস সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২৩ জানুয়ারি ২০২২

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

এখন থেকে নিয়মিত সব ফরম্যাটেই খেলবেন বলে আশ্বাস দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার সাংবাদিকদের কাছে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব তাঁকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে বিসিবি বস জানান, এ বছর থেকে তিনটি ফরম্যাটেই নিয়মিত দেখা যাবে তাঁকে। 

চলমান করোনার মধ্যে বায়োবাবল ও টানা ক্রিকেটের ধকল সামলাতে অনেক সময়ই ছুটি নিতে দেখা যায় সাকিবকে। পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন বলে সাকিবকেও প্রায়ই ছুটতে হয় মার্কিন মুলুকে। এজন্য দেশের হয়ে অনেক সিরিজেই অনুপস্থিত থাকারও নজির আছে সাকিবের।

বাংলাদেশ দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন না এই অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিবারকে সময় দেয়ার জন্য অনেক সময়ই খেলা থেকে বিরতি নিতে হয়। তবে সাকিবকে ছাড়া খেলতে গিয়ে বেশ বড় রকমের সমস্যায়ই পড়ে দল। কারণ তার মত অভিজ্ঞ ও সেরা পারফর্মারের ঘাটতি ঘোচানোর মত খেলোয়াড় এখনও পায়নি বিসিবি।

তবে বোর্ড সভাপতি জানালেন, সাকিব তাঁকে এখন থেকে সব ফরম্যাটে নিয়মিত খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির মত টেস্টেও তাই নিয়মিত খেলবেন সাকিব।

নাজমুল হাসান পাপন এদিন সাংবাদিকদের বলেন, ‘সাকিবের সাথে আমার শেষ যে কথা হয়, তার পরই হয়ত সে কথা বলেছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে যা কথা হয়েছে- সব ফরম্যাটেই সে খেলবে। ও বিপিএলের পর থেকেই সব ফরম্যাটে খেলবে। কোনো খেলা মিস করবে না। এর মধ্যে টেস্টও নিশ্চয়ই থাকবে।’

এদিকে, চলতি বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচেই জয় পাওয়া বরিশালের হয়ে ব্যাট হাতে ১৩ রান করার পর বল হাতে ৯ রানে ১টি উইকেট লাভ করেন সাকিব। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার মুখোমুখি হবে তাঁর দল। 

মিরপুরে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ এ ম্যাচে সাকিবের দলে হয়তো দেখা যেতে পারে দ্য ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকেও।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি