ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

গ্রুপ পর্ব থেকে দলের বিদায়ে ঘানার কোচ বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার আটদিন পর জাতীয় ফুটবল দলের কোচ মিলোভান রায়েভাচকে বরখাস্ত করেছে ঘানা। 

এবারের নেশন্স কাপে নবাগত কমোরসের বিপক্ষে ৩-২ গোলের হতাশাজনক পরাজয়ে টুর্নামেন্ট থেকে  বিদায় নিশ্চিত হয় ঘানার। ওই ম্যাচটি শেষ হবার তিন দিন পর ৬৮ বছর বয়সী সার্বিয়ান কোচের ভবিষ্যত নিয়ে দেশটির ফুটবল এসোসিয়েশন (জিএফএ) প্রথম আলোচনায় বসে। 

জিএফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা প্রথমে পরাজিত ম্যাচটির পর কোচের টেকনিক্যাল রিপোর্ট গ্রহণ করি। একইসাথে ম্যানজেমেন্ট কমিটিও দেলের আগে ভাগে বিদায়ের ব্যাপারে তাদের লিখিত রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট পাবার সাথে সাথে জিএফএ সিদ্ধান্ত নিয়েছে পুরো টেকনিক্যাল দল ও ম্যানেজমেন্ট কমিটিকে ঢেলে সাজাতে হবে।’

আগামী মার্চে পশ্চিম আফ্রিকান চির প্রতিদ্বন্দ্বী নাইজেরিয়ার বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের প্লে-অফের দুই লেগের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে দ্রুত একজন কোচ নিয়োগ দিতে চায় ঘানা।
 
রায়েভাচের অধীনে ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপে ব্ল্যাব স্টার্সরা মোটেই নামের প্রতি সুবিচার করতে পারেনি। মরক্কো, গ্যাবন ও কমোরসের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর এতেই সি-গ্রুপের তলানির দল হিসেবে ঘানার বিদায় ঘটেছে। 

শেষ ১৬তে যেতে হলে শেষ ম্যাচে কমোরসের বিপক্ষে তাদের সামনে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিলনা। জাতীয় দলের ইতিহাসে আফ্রিকান নেশন্স কাপে এটাই তাদের সবচেয়ে কম পয়েন্ট প্রাপ্তি। 

২০২১ সালের সেপ্টেম্বরে ঘানার কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন রায়েভাচ। প্রথমদিকে তার অধীনে ঘানা বেশ সাফল্য অর্জন করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিতর্কিত জয়সহ বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল দলটি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি