ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আগ্রাসী তাসকিনকেই দেখা যাবে ডমিনিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৩০ জুন ২০২২

অ্যালান ডোনাল্ড ও তাসকিন আহমেদ

অ্যালান ডোনাল্ড ও তাসকিন আহমেদ

ইনজুরির কারণে গত এপ্রিল থেকে দলের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই মাঠে ফিরেছেন টাইগার এই পেস তারকা। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ক্যারিবীয় দ্বীপে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলন করতে পেরে যারপরনাই খুশি তাসকিন।

এতদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও তাসকিনের বোলিংয়ে সেই আগ্রাসী মনোভাবটাই দেখতে চান বাংলাদেশের প্রোটিয়া পেস বোলিং কোচ অ্যানাল ডোনাল্ড। তাসকিনকে গতি ও আগ্রাসন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাসকিনের কাছ থেকে আগের মত গতিময় বোলিং ও আগ্রাসী মনোভাব আশা করছেন কোচ।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তাসকিন। গতিময় বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের নাস্তানাবুদ করেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তাসকিন। সিরিজ নির্ধারনী ম্যাচে তো ৯ ওভারে ৩৫ রান দিয়েই ৫টি উইকেট তুলে নেন তিনি। 

তাসকিনের এমন নৈপুণ্যেই ম্যাচটি ৯ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওই ম্যাচের সেরা খেলোয়াড় হবার পাশাপাশি, সিরিজেরও সেরা তকমাটা পান তাসকিন।

ওয়ানডে শেষে ডারবানে কাঁধের ইনজুরি নিয়ে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তাসকিন। ২টি উইকেটও নেন তিনি। 

তবে ওই টেস্টের পর দেশে ফিরে আসেন এই পেসার। ইনজুরি থেকে সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে থাকেন তাসকিন। অবশেষে সুস্থ হয়ে গতকাল দলের সঙ্গে অনুশীলন করেন তাসকিন। অনুশীলনের ফাঁকে ডোনাল্ডের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। 

সাদা-বিদ্যুৎ খ্যাত এই কিংবদন্তীর সঙ্গে আলাপের বিষয়ে তাসকিন বলেন, ‘ইনজুরি থেকে ফেরার পর আমার দায়িত্ব সম্পর্কে তার সাথে কথা বলেছি। তিনি আমাকে এটাই বুঝিয়েছেন যে, তুমি যে ধরনের বোলার, তোমার দায়িত্ব হচ্ছে গতি ও আগ্রাসন।’

তাসকিন আরও বলেন, ‘তিনি বলেছেন, কিছু সময় তুমি অনেক রান দিবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিবে। কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি নিজেকে সরাবে না। তোমার যেটা রোল, সেটাতেই তুমি ফোকাস থাকো। দিন যত যাবে, রিদম আরও বেটার হবে। আমরা আরও কাজ করবো সামনে।’

এদিকে, দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলন করতে পেরে বেশ খুশি তাসকিন। তিনি বলেন, ‘খুবই ভালো লাগলো প্রায় তিন মাস পর দলের সাথে পুরোপুরি অনুশীলন করলাম। ফিন্ডিং, বোলিং ব্যাটিং- সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল। পরে যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’

টেস্ট সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দল ভালো করবে বলে আশাবাদী তাসকিন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে টেস্ট সিরিজটা আমাদের ভালো যায়নি। ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, তবে শুধু এটা নিয়ে বসে থাকা যাবে না। এই মুহূর্তে আমরা টি-টোয়েন্টি সিরিজটার দিকেই তাকিয়ে আছি। চেষ্টা করবো ভালো খেলে দেশকে জয় উপহার দিতে।’

এ বছরই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই প্রস্তুতি শুরুর করতে চান তাসকিন। তিনি বলেন, ‘প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সামনে টি-টোয়েন্টির বড় বড় ইভেন্ট আছে। এশিয়া কাপ আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা এই সিরিজটা জয়ের জন্যই খেলবো। যদি এখানে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে পারি, সেটা বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে দিবে।’

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন তাসকিনের প্রশংসা করেছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলনেতা বলেছিলেন, বাংলাদেশের বর্তমান পেসারদের জন্য রোল মডেল তাসকিন। গত কয়েক বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের বোলিংয়ে অনেক উন্নতি করেছে সে।

সাকিবের এমন প্রশংসায় অনুপ্রাণিত হয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘অবশ্যই আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছিল সাকিব ভাইয়ের ওই কথাগুলো শুনে। এটা আমাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে যে, সামনে আমাকে আরও ভালো করতে হবে।’

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো টেস্ট না খেললেও, ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন। ওয়ানডেতে ১ উইকেট থাকলেও, টি-টোয়েন্টিতে পকেট শূন্য। তবে এই শূন্যতা কাটাতে চান এবার।

আগামী ২ জুলাই থেকে ডমিনিকার উইন্ডসর পার্কে অনুষ্ঠিত ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওইদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি