ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সাবিনা-কৃষ্ণাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, তৈরি রোডম্যাপও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:১০, ২০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সানজিদা-কৃষ্ণাদের চাওয়া ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উদযাপন। যেমনটা ইউরোপিয়ান ফুটবল কিংবা বিশ্বকাপ জেতার পর দেখা যায়। ক্রীড়া মন্ত্রণালয় তাদের সেই স্বপ্ন পূরণ করছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরে সেই ছাদখোলা বাসে করেই বাফুফেতে পৌঁছবেন সাবিনা বাহিনী। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের সভা শেষে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হবে বলেই জানিয়েছে বাফুফে।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন সাবিনারা। সেখানে মিষ্টিমুখ করা হবে সাফজয়ী মেয়েদের। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি উপস্থিত থাকবেন বাফুফের কর্মকর্তাও। 

এরপর বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন সদস্যদের ছাদখোলা বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয়স্মরণী ফ্লাইওভার, তেজগাঁ, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

ছাদখোলা বাস নিশ্চিত হয়েছে আগেই। বিআরটিসির ডাবল দেকার বাসটি বর্তমানে ব্র্যান্ডিং হচ্ছে। ওপরের অংশ খুলে ছাদ খোলা রাখার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুরো বাসে সাফ চ্যাম্পিয়ন দলের ছবি মোড়ানো থাকবে। থাকবে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। 

তবে ট্রাফিক বিভাগের সঙ্গে সন্ধ্যায় আলোচনা করে নারী দলের বাফুফে ভবনে আসার রোডম্যাপ কিছুটা বদল হতে পারে বলেও জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি