ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে দেশ, জার্সি কিনতে উপচেপড়া ভীড় (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৩:২৫, ১৭ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:২৮, ১৭ নভেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে দেশ। বসতবাড়ি থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র ছেয়ে গেছে প্রিয় দলের পতাকায়। একইসঙ্গে জার্সি কিনতে উপচেপড়া ভীড় দোকানপাটে। 

গ্রেটেস্ট শো অন আর্থ- বিশ্বকাপ ফুটবল। কাতারের উন্মাদনা আছড়ে পড়েছে বঙ্গীয় বদ্বীপে। উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাগুরা। পছন্দের দলের পতাকায় ছেয়ে গেছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। 

মেসি-নেইমারদের জার্সি কেনার হিড়িক দোকানে-দোকানে। অন্যদলগুলোর জার্সিও বিক্রি হচ্ছে এসব দোকানে।

ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় বেচাকেনা অনেক ভালো। আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে। অন্য দলের পতাকাও কিছু কিছু কিনছেন ক্রেতারা।

ভক্ত ক্রেতারা বলেন, “আমরা আর্জেন্টিনার ভক্ত তাই পতাকা কিনতে এসেছি। এবার আর্জেন্টিনাই জিতবে এটা আমাদের বিশ্বাস।”

আরেকজন জানালেন, আমার ভাই ব্রাজিলের পাগলাভক্ত। অফিসের কাজ শেষ করে তার জন্য একটি জার্সি কিনতে আসলাম। 

মাগুরা হাসপাতাল পাড়ার বাসিন্দা তার বাড়িটি রং করেছেন আর্জেন্টিনার পতাকার আদলে। তিনি জানালেন, ভালোবাসা ঘিরে আমার বাড়ির রংও আর্জেন্টিনার পতাকার আদলে করেছি এবং এই দল এবার বিশ্বকাপ জিতুক এটাই চাই।

একই উন্মাদনা মানিকগঞ্জেও। জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের আর্জেন্টাইন ভক্ত রুবায়েত রাসেল পতাকার রঙে রাঙিয়েছেন নিজ বাড়ি। 

তিনি জানান, আর্জেন্টিনা দলকে ভালোবাসি বিধায় বাড়ির রং পতাকার রঙে করেছি।

এদিকে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা এলাকায় ১১০ হাত লম্বা ব্রাজিলের পতাকা টানিয়ে ভালবাসার জানান দিয়েছেন ভক্তরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি