ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫

মিশরের কাছে পাত্তাই পেল না ফেভারিট বেলজিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল বেলজিয়াম। এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকা তারকাসমৃদ্ধ বেলজিয়ামকে পাত্তাই দেয়নি মিশর। 

শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বেলজিয়াম। বাছাইপর্ব পেরুতে না পারা মিশরের কাছে ২-১ গোলে হেরেছে কেভিন ডি ব্রুইনার দল।

কুয়েতের জাবের আল আহম্মেদ স্টেডিয়ামে ৩৩ মিনিটে দলের দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর গোলে লিড নেয় মিশর। 

দ্বিতীয়ার্ধ্বেও মাঠে আধিপত্য ধরে রাখে আফ্রিকার দেশটি। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড ট্রেজেগুয়েট। 

এরপর কয়েকটি পরিবর্তনে ধার বাড়ে বেলজিয়ামদের। ৭৬ মিনিটে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বেলজিয়াম।

বিশ্বকাপ শুরুর লগ্নে এসে এমন পারফরম্যান্স যথেষ্ট দুর্ভাবনার কারণ হতে পারে রবের্তো মার্তিনেসের দলের জন্য।

আগামী বুধবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বেলজিয়ামের। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও মরক্কো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি