যে কারণে লাল কার্ড পেলেন দক্ষিণ কোরিয়ান কোচ বেনটো
প্রকাশিত : ১৫:১৫, ২৯ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের মাঠে দক্ষিণ কোরিয়ান কোচ পাওলো বেনটোকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি এন্থনি টেইলর।
সোমবার এইচ গ্রুপে ঘানার বিরুদ্ধে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করায় তাকে লাল কার্ড দেখানো হয়।
দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট খেলানো হয়েছে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি কর্ণারও পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু কর্ণার নেবার আগেই খেলা শেষের বাঁশি বাজান টেইলর।
দক্ষিণ কোরিয়া মনে করেছিল কর্ণার থেকে শেষ সুযোগটি হয়তো তারা কাজে লাগাতে পারতো। তাই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ডাগ আউট থেকে কোচসহ পুরো দক্ষিণ কোরিয়ার দল দৌঁড়ে এসে রেফারি টেইলরের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়।
বেনটো সরাসরি রেফারির দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ করতে থাকেন। যা ইংলিশ রেফারির দৃষ্টিতে ভাল মনে হয়নি। সঙ্গে সঙ্গে তিনি বেনটোকে লাল কার্ড দেখান।
এই কার্ডের কারণে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না বেনটো। এর আগে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও বেনটো হলুদ কার্ড দেখেছিলেন।
দক্ষিণ কোরিয়ান দলের কোচের দায়িত্ব নেবার আগে পাওলো বেনটো ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে কাজ করেছেন। স্পোর্টিং সিপি ও পর্তুগালের সাবেক মিডফিল্ডার বেনটো ২০১৮ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার কোচ হিসেকে নিয়োগ পান।
মাত্র ৩৫ বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-০৬ মৌসুমে তার অধীনে পর্তুগীজ ক্লাবটি ঘরোয়া লিগে পোর্তোর পরে দ্বিতীয় স্থানে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
এএইচ