ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সুইসদের বিপক্ষে নামার আগে সুসংবাদ পেল পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৬ ডিসেম্বর ২০২২

শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের সামনে এবার সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে প্রায় পূর্ণশক্তির দলই পর্তুগীজদের। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে হারাতে দলগত ফুটবলের পরিকল্পনা নিয়েই খেলবে সুইজারল্যান্ড।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।  এর আগে রাত ৯টায় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে মরক্কো। 

বিশ্বকাপে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে পর্তুগালকে। তবে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে সুসংবাদ পেল তারা। সব ঠিকঠাক থাকলে এই ম্যাচে খেলতে পারেন মিডফিল্ডার ওতাভিও। 

আর নিজের শেষ বিশ্বকাপে সর্বোচ্চটাই দিতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই আত্মবিশ্বাস নিয়েই সতীর্থদের অনুপ্রাণিত করছেন এই তারকা ফুটবলার।

শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকে ফেভারিট মেনে নিচ্ছে সুইজারল্যান্ড। তবে, নিজেদের সামর্থ্যে পূর্ণ আস্থা রেখে দলগত হিসেবে খেলে কোয়ার্টার ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী সুইসরা।

অপরদিকে, বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছে মরক্কো-স্পেনের, চার বছর আগে রাশিয়া আসরে। গ্রুপ পর্বের ম্যাচটি সেবার ড্র হয়। এবার দুই দলের লড়াইটা নকআউটে, তাই বিকল্প ভাবনার সুযোগই নেই। 

আসরে দারুণ ছন্দে থাকা দল নিয়ে ধারাবাহিকতা ধরে রেখেই এগুতে চাইছে স্প্যানিশরা। 

১৯৭০ বিশ্বকাপে অভিষেক। আর ১৯৮৬ সালের পর এবারই প্রথম শেষ ষোলোয় উঠলো মরক্কো।  এই প্রথম কোনো আরব কোচ কোনো দলকে নকআউট পর্বে তুলতে সক্ষম হলেন। ১৯৯৮ সালে স্কটল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে প্রথম জয় পাওয়া মরক্কো তাই আশায় বুক বাঁধছে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি