ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মেসি-মার্টিনেজদের অপরাধ খুঁজে পায়নি ফিফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ১১ ডিসেম্বর ২০২২

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচেই রেফারির হলুদ কার্ডসহ ডাচ কোচের বিপক্ষে বিরূপ মন্তব্য নিয়ে সমালোচিত হতে হয়েছে মেসি ও মার্টিনেজদের।

তবে ফিফা বলছে, এতে সেমিফাইনাল ম্যাচে কোনো সমস্যা হবে না তাদের।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি রোববার এক বিবৃতিতে জানায়, রেফারি মাতেও লাহোস ও ডাচ কোচ লুইস ফন গালকে কথা শোনানোয় কোনো পেনাল্টি পয়েন্ট পায়নি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ।

এই বিবৃতির পর নিশ্চিত হয়েছে যে, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্কোস আকুইনা এবং গনজালো মন্টিয়েল ছাড়া মাঠে নামতে পারবেন বাকি সবাই।

প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি