ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

নেইমারের জন্য পেলের আবেগঘন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ১২ ডিসেম্বর ২০২২

ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় ঘটেছে। দলের এই বিদায় স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি সুপারস্টার নেইমার। ম্যাচ শেষে তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। একইসঙ্গে দল থেকে বিদায়ের ইঙ্গিতও তিনি দিয়ে দিয়েছেন।
  
দোহায় হতাশাজনক বিদায়ের পর নেইমার জানিয়ছেন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে তিনি প্রস্তুত। ৩০ বছর বয়সী নেইমার অবশ্য নিশ্চিত করে বলেননি পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে তাকে আবারও মাঠে দেখা যাবে কিনা। 

কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নেইমারই প্রথম ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের মাধ্যমে সেলেসাওদের হয়ে সবর্কালের সর্বাধিক ৭৭ গোলের কিংবদন্তী পেলের রেকর্ড স্পর্শ করেন নেইমার। 

ম্যাচ শেষে আবেগী নেইমার জানিয়েছেন, ‘আমি জাতীয় দলের জন্য এখনই দরজা বন্ধ করছি না। তবে শতভাগ গ্যারান্টিও দিতে পারছিনা আদৌ আর ফিরবো কিনা।’

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্রাজিলের হয়ে খেলা চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন ৮২ বছর বয়সী পেলে। ইন্সটাগ্রামে পেলে লিখেছেন, ‘সবাই জানে আমি কখনই দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে যে আনন্দ খুঁজে পাই তার সঙ্গে কোন সংখ্যাকে মিলিয়ে দেখিনা। আমার বয়স এখন ৮২ বছর এবং এই বয়সেও কোন না কোনভাবে আমি তোমাদের সবাইকে এগিয়ে যাবার জন্য অনুপ্রাণিত করেছি।’

নিজের গোলের রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানিয়ে পেলে বলেছেন, “আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি।”

“দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তারচেয়েও বেশি কিছু। ফুটবলার হিসেবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য মানুষকে অনুপ্রাণিত করা। তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস।”
 
পেলে বলেন, “অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়। এভাবেই আমাদের অনুপ্রাণিত করতে থাকো।” 

কিংবদন্তী আরও বলেন, “এখনো তুমি গোল করলে আমি অনেক খুশী হই। প্রতি ম্যাচেই আমি তোমার দিকেই তাকিয়ে থাকি।”

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি