ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নাদালকে টপকে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড জকোভিচের

আবু হোরায়রা তামিম

প্রকাশিত : ১১:১৬, ১২ জুন ২০২৩

ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এটি তার ২৩তম গ্র্যান্ডস্লাম ট্রফি। এর মধ্য দিয়ে পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম শিরোপা জেতার গৌরব অর্জন করলেন এই সার্বিয়ান তারকা। 

প্যারিসের রোলা গাঁরোয় ফেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে কেসপার রুডকে ৩-০ গেমে হারিয়ে এই রেকর্ড গড়েন জকোভিচ। ২২টি ট্রফি জেতা রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন নাম্বার ওয়ান এই টেনিস তারকা।

ক্লে কোর্টের রাজা নাদাল এবার চোটের কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। ফলে জকোভিচের পথটা সহজ হয়ে যায়। দারুণ ফর্মে থাকা সার্বিয়ান তারকা কোন সুযোগই দেননি প্রতিপক্ষকে।

শিরোপা জিতে জকোভিচ জানান, তিনি খুব ভাগ্যবান। মাত্র সাত বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন একদিন উইম্বলডন জিতবেন এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় হবেন। 

জকোভিচ ফরাসি ওপেন জিতেছেন ৩ বার, ইউএস ওপেনের শিরোপা ৩টি, উইম্বলডনের ট্রফি জিতেছেন ৭টি আর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন সবচেয়ে বেশি ১০বার। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি