ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ১৭ জুন ২০২৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল পাকিস্তান। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে কোনোরকমে জিতে বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হচ্ছে বাবর আজমদের। এদিন আইরিশদের ১০৬ রানে থামিয়ে দিয়ে ৭ বল আগে ৩ উইকেটে কোনোরকমে জয় পায় পাকিস্তান।

তবে গ্যারেথ ডিলানি ও জস লিটলের ব্যাটে একশো পেরোয় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ অভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে আইরিশরা। ডিলানি ১৯ বলে ৩১ ও লিটল করেন ১৮ বলে ২২ রান। 

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট। 

১০৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু পায় পাকিস্তান। তবে এরপর হঠাৎ ছন্দ পতনে টালমাটাল হয়ে যায় পাকিস্তান।

তবে অধিনায়ক বাবরের ব্যাটে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের কষ্টার্জিত জয় পায় পাকিস্তান। বাবর ৩৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। 

আইরিশদের পক্ষে গ্যারি ম্যাকার্থি নেন ৩টি উইকেট।  

দুই দলের জন্যই ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। পাকিস্তান জিতলেও সুপার এইটে কোয়ালিফাই করতে পারেনি। এই গ্রুপ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি