ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন ছয় ফুটবলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৫ জুলাই ২০২৪

ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো ছাড়াও চার ফুটবলার এবারের ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন। তারা প্রত্যেকে টুর্নামেন্টে তিনটি করে গোল করেছেন। উয়েফা গত শুক্রবার নিশ্চিত করেছে যে ফাইনালের পর যদি কোনো স্পষ্ট বিজয়ী না পাওয়া যায়, তাহলে গোল্ডেন বুট শেয়ার করা হবে।

আসরে তিনটি করে গোল করেছেন- হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি অলমো (স্পেন), কোডি গাকপো (নেদারল্যান্ডস), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) ও ইভান শ্রাঞ্জ (স্লোভাকিয়া) আছেন।  দুটি গোল করে তালিকার দুইয়ে বেলিংহ্যাম ও রুইস।

কেইন এবং অলমো কেউই ফাইনালে গোল করতে পারেননি।

তিনটি গোল করে গোল্ডেন বুট বিজয়ী হওয়ার ঘটনা ইউরোর ইতিহাসে দ্বিতীয়বার। এরআগে ২০১২ ইউরোতে ফার্নান্দো তোরেস (স্পেন), মারিও গোমেজ (জার্মানি) এবং অ্যালান ডজাগোয়েভ (রাশিয়া) টুর্নামেন্ট শেষ করেছিলেন তিনটি করে গোল নিয়ে। তোরেস সেই বছর জিতেছিলেন, কারণ তিনি অন্যান্য খেলোয়াড়ের থেকে কম সময় মাঠে ছিলেন।

হ্যারি কেইন এখন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতেছেন অ্যালান শিয়ারারের পর, যিনি ইউরো '৯৬-এ পাঁচটি গোল করেছিলেন। কেইন এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয়টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এবং তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে উভয় টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতলেন।

দানি অলমো, যিনি স্পেনের সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি শুরু করেছিলেন, পেদ্রি ইনজুরিতে পরার পর দলের মূল খেলোয়াড় হয়ে ওঠেন। ওলমো ফাইনালের আগে স্পেনের তিনটি নকআউট ম্যাচে গোল করেন।

শ্রানজ এবং মুসিয়ালা তাদের গোলগুলি গ্রুপ স্টেজে করেন আর গাকপো তার তিনটি গোলের মধ্যে একটি করেন রোমানিয়ার বিরুদ্ধে শেষ ষোলোতে।

প্রসঙ্গত, ইউরোর গত আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন দুজন। তবে সমান পাঁচটি গোল করলেও চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিককে ছাপিয়ে গোল্ডেন বুট জিতে নেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ তার নামের পাশে একটি অ্যাসিস্ট ছিল। গোল করলেও সেই আসরে কোনো অ্যাসিস্ট করতে পারেননি শিক। 

এমন নিয়মের কারণে সমালোচনার মুখে পড়ে উয়েফা। তাই এবার সর্বোচ্চ গোলসংখ্যায় একাধিক নাম থাকলে প্রত্যেককেই পুরস্কার দেওয়ার কথা জানায় তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি