ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

মেসিকে ছাড়াই লিগস কাপে শুভ সূচনা মায়ামির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৮ জুলাই ২০২৪

লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপে শুভ সূচনা করলো ইন্টার মায়ামি। পিউবলারকে ২-০ গোলে হারিয়েছে তারা।

গত মৌসুমে লিগস কাপ দিয়েই ইন্টার মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি। শুধু তা-ই নয়, এই ট্রফি জিতিয়েই মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাটিও এনে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। 

তবে, এবার সেই লিগস কাপে মায়ামির শুরুটা দর্শক সারিতে বসেই দেখতে হলো মেসিকে। চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যাওয়া মেসিকে ছাড়া অবশ্য শুরুটা ভালোভাবেই করেছে ফ্লোরিডার ক্লাবটি।
 
পিউবলার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে মায়ামি। এই জয়ে দলটির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

ম্যাচের ৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোহা। আর ৭২ মিনিটে জর্দি আলবার পাসে লুইস সুয়ারেজ গোল করলে ব্যবধান ২–০ করে মায়ামি। 

এই দুই গোলের জয় নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে মায়ামি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি