ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবসরের ঘোষণা লুইস সুয়ারেজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের ফরোয়র্ড লুইস সুয়ারেজ। 

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আগামী শনিবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। 

এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী সুয়ারেজ সংবাদ সম্মেলনে আবেগজড়িত কন্ঠে বলেছেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নেয়া কখনই সহজ নয়। বেশ কিছুদিন এ বিষয়ে চিন্তা করেছি। ক্যারিয়ারের শেষ ম্যাচে উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ দেবার চেষ্টা করবো।’

আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোল করেছেন সুয়ারেজ। ১৪২ ম্যাচে তার গোলসংখ্যা ৬৯। 

২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জেতার রেকর্ড আছে তার।

সুয়ারেজ বলেছেন, কোপা আমেরিকায় উরুগুয়েকে শিরোপা জয়ে উদ্বুদ্ধ করা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল মুহূর্ত। এ সম্পর্কে তিনি বলেন, ‘কোপা আমেরিকার শিরোপার সাথে আমি অন্য কোন কিছু মেলাতে চাইনা। সেটা আমার ক্যারিয়ারের সেরা সময় ছিল। এর সাথে অন্য কোন কিছুরই তুলনা হয়না।’

এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। নয়টি বড় টুর্নামেন্টে তিনি দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়েকে এগিয়ে যাবার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করেছেন সুয়ারেজ। এ বছর কোপা আমেরিকায়ও তিনি উরুগুয়ের হয়ে খেলেছেন। যদিও বেশীরভাগ সময়ই কোচ মার্সেলো বিয়েসলার অধীনে বদলী হিসেবে মাঠে নেমেছেন। কানডার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে সুয়ারেজ ক্যারিয়ারের ৬৯তম গোলটি করেছিলেন।

পুরো ক্যারিয়ারে সাফল্য যেমন এসেছে, তেমনি বিভিন্ন কারনে সমালোচনাও তার পিছু ছাড়েনি।  ২০১৪ বিশ্বকাপে ইতালির গিওর্গিও চিয়েলিনিকে কামড় দিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ যা তার ক্যারিয়ারের একটি কালো অধ্যায়।

লিভারপুর ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি