ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল নোয়াখালী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বোলিং তোপে ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ বলে ৩৪ রানের সূচনা করেন নোয়াখালীর দুই ওপেনার হাসান ইশাখিল ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে দলীয় ৪৯ রানের মধ্যে বিদায় নেন উভয়েই।

ইশাখিল ২০ বলে ২টি করে চার-ছক্কায় ২৫ এবং সৌম্য ৮ বলে ১৪ রান করেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনে ৯১ রানে ষষ্ঠ ব্যাটারকে হারায় নোয়াখালী। শেষ দিকে নোয়াখালীর শেষ ৪ উইকেট শিকার করেন শরিফুল। এতে ১৮ দশমিক ৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় নোয়াখালী। সাব্বির হোসেনের ২২ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় নোয়াখালী।

বিপিএলে ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল। বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের নজির গড়েন শরিফুল। এছাড়া এই ইনিংসে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মাহেদি হাসান ১২ রানে ৩ উইকেট নেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি