ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ কী পারবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে আগামীকাল গড়াবে বাংলাদেশ ও  অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। মিরপুর টেস্ট জয়ের মাধ্যমে ইতোমধ্যে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দলের মূল লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা। পুরো জাতি সেদিকেও মুখিয়ে আছে। তবে আগের থেকে অনেক সতর্ক এখন অস্ট্রেলিয়া দল। ম্যাচের যেকোনো অবস্থা পালটে দিতে সক্ষম তারা। তাই কম ঝুঁকি নিতে নারাজ টাইগার অধিনায়ক।

সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই টেস্টের মাধ্যমে ২০০৬ সালের সিরিজ হারের প্রতিশোধ নেবারও সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে। আর তাই তো কড়া অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে না পারলেও ইনডোরে অনুশীলন করেন ক্রিকেটাররা। মিরপুরের সাথে মিল রেখে আর টাইগারদের বাড়তি সুবিধা দিতে স্পিন সহায়ক উইকেট হবে বলেই আশা করা যাচ্ছে।

চট্টগ্রামের মাঠ যদি মিরপুরের মত আচরণ করে তবে ‘হোয়াইটওয়াশ’কে দুঃস্বপ্ন মনে করছে না টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, “প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। ওরা যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তারচেয়ে ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করব। পাল্টা-আক্রমণ করে খেলার চেষ্টা কর।”

তবে এবার সতর্ক অবস্থানে আছে অস্ট্রেলিয়াও। আর তাই প্রথম টেস্টের মত আগেভাগে দল ঘোষণা করছে না তারা। একাদশ নির্ধারণে যে অনেক হিসেব নিকেষ তা সহজেই আন্দাজ করা যাচ্ছে। আর অস্ট্রেলিয়া দলের উপর এই চাপকে ‘নৈতিক জয়’ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক। তবে যেকোনো সময় ম্যাচের মোড় যে ঘুরিয়ে দিতে সক্ষম অস্ট্রেলিয়া সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুশফিক।  

তিনি বলেন, “তারা হয়তো চাপে আছে। চাপে থাকলেই যে তারা হেরে যাবে, তা নয়। অষ্টেলিয়া অনেক পেশাদার দল। এটাও সত্যি, তারা অন্তত জেনে গেছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল। এটা আমাদের নৈতিক বিজয়। কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না। প্রথম টেস্টে অনেক সময় অনেক চাপ জয় করে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা চাইব এর ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি।”

তবে ম্যাচের ফলাফল যাই হোক, বাংলাদেশ যে এ সিরিজ হারবে না এটা নিশ্চিত। তবে একসময় শুধু ম্যাচ ড্র’র লক্ষ্য নিয়ে খেলা বাংলাদেশ এখন আর সিরিজও ড্র করতে চায় না। ২য় টেস্ট জিততে না পারলেও অন্তত ১-০তে সিরিজ নিশ্চিত করতে চায় টেস্ট র‌্যাংকিংয়ে ৯-এ থাকা বাংলাদেশ। তবে র‌্যাংকিংয়ে ৪-এ থাকা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা যে সহজ হবে না তাও বলে দিয়েছেন মুশফিক।

তিনি বলেন, “একটা বাড়তি সুবিধা যে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।”

ঢাকা টেস্টে পেসাররা কোনো উইকেট না পাওয়ায় আগামীকাল টাইগাররা একজন পেসার নিয়ে মাঠে নামবে কী না এমন প্রশ্নের জবাবে পরিবর্তনের ইঙ্গিতই দেন মুশফিক। তবে নির্দিষ্ট করে কিছু বলেননি এখনও। শেষ মুহূর্তেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। এখন বৃষ্টি খলনায়ক হিসেবে আবির্ভূত না হলে ম্যাচের একটি ফলাফল হবে বলে আশা করছেন সবাই। তাহলে বাংলাদেশ কী পারবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে?

এসএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি