ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

কান্তে-মরিনহো কলহ চলছেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৩, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কান্তে-মরিনহোর মধ্যে কড়া বাক্য বিনিময় চলছেই। সুযোগ পেলে কেউ কা্উকে ছাড়েন না। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো খুব কমই কাউকে ছেড়ে কথা বলেন। বিশ বছরেরও বেশি কোচিং ক্যারিয়ারে তিনি অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, রাফায়েল বেনিতেজ, লুই স্প্যালেত্তি, ক্লদিও রানিয়েরি ছাড়াও অনেকের সাথে বাক্য যুদ্ধে লিপ্ত হয়েছেন।

মরিনহো ইন্টার মিলান, চেলসি ও রিয়াল মাদ্রিদে থাকাকালীন অবস্থায় বহুবার তার আবেগ সংবরণ করতে পারেননি। কখনো ভোঁ দৌড়ে জড়িয়ে ধরেছেন খেলোয়াড়দের। আবার কখনো মারমুখী ভঙ্গিতে ছুটে গেছেন রেফারি কিংবা ম্যাচ অফিশিয়ালদের প্রতি।

শুক্রবার এফএ কাপে তৃতীয় রাউন্ডে ডার্বিকে ২-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে মরিনহো ধুয়ে দেন চেলসি কোচ কন্তেকে।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি